ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তার একটি বক্তব্যর জন্য সম্প্রতি আলোচনায় এসেছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়ক এই অভিনেতার বক্তব্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে জায়েদ খান জানান, তিনি এখনো প্রেম করছেন না। ভালো লাগলে প্রেম করবেন, যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন।
জায়েদ খানের জন্ম ও বেড়ে ওঠা মফস্বলে। এর পর এসেছেন ঢাকা শহরে। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কথা প্রসঙ্গে জায়েদ খান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আর্থিক অসচ্ছলতায় দিন পার করেছেন। অনেক সময় দূর থেকে মেয়েদের দেখেও কাছে গিয়ে প্রেম নিবেদন করতে পারেননি। তবে চিত্রনায়ক হওয়ার পর জায়েদ খানের দিন বদলে গেছে।
জায়েদ বলেন, ‘আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়। ’
অভিনয়, ব্যক্তিগত জীবন ও শিল্পী সমিতি নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জায়েদ খান।
news24bd.tv/আলী