চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
আজ (২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিররসাই ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক রবিউল আজম জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৬-৫২৩৫) ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের একটি চাকা পাংচার হয়ে যায়।
এতে অটোরিকশার চালক, যাত্রীসহ মোট ৫ জন নিহত হন। আহত হন ২ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহ আলম (৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল (৪৫), মোশারফ (২৬) এবং মহিউদ্দিন ( ৬০)।
আহতরা হলেন- অটোরিকশার যাত্রী লিটন ( ২৫) ও সোহেল ( ২২)। তারা আপন দুই ভাই। তাদের উদ্ধার করে
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক ঘুমন্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিল।
অরিন▐ NEWS24