বাজুস মাগুরা জেলা শাখার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাজুস মাগুরা জেলা শাখার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মাগুরা প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) মাগুরা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় মাগুরা জেলা শহরের দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।  যা শেষ হবে বিকাল ৪টায়।

এবারের নির্বাচনে জেলার ৪ উপজেলার ১৪৬ জন ভোটার অংশ নিচ্ছেন।

প্যালেনভিত্তিক এ নির্বাচনে কার্যনির্বাহী ১৮টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।  

সকালে প্রধান অতিথি হিসেবে ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান। সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বাজুস কেন্দ্র্রীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি খালেদ আকন।

নির্বাচন পরিচালনার জন্য ৬ সদস্যের একটি পরিষদ ইতোমধ্যে গঠিত হয়েছে।

 প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাজুস খুলনা বিভাগীয় সভাপতি রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী। নির্বাচন পরিচালনা পরিষদের অন্য দুই সদস্য হচ্ছেন শেখ ইদ্রিস আলী ও গণেশ সরকার।

এছাড়া ৩ সদস্যের নির্বাচনী আপিল বিভাগের দায়িত্বে রয়েছেন মাগুরা জুয়েলার্স এসোসিয়েশনের বিমল দত্ত, মুন্সী জিল্লুর রহমান ও গোলক দত্ত।

আজকের নির্বাচনে ১৮ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের সমন্বয়ে বাজুস মাগুরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।