পাঁচ হাজার ইয়াবাসহ আটক ২

সীমান্তে অভিযান পরিচালনা করছেন বিজিবি’র সদস্যরা (পুরোনো ছবি)

পাঁচ হাজার ইয়াবাসহ আটক ২

ফাতেমা জান্নাত মুমু ▐ রাঙামাটি

রাঙামাটির বরকলে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছোট হরিণা বাজার থেকে তাদের আটক করে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।  

ধৃতরা হলো সুজিত চাকমা (২১) ও নিহার বিন্দু চাকমা (৩৮)। তারা ভূষণছড়া ইউনিয়নের পিত্তিছড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ভূষণছড়া ইউনিয়নের সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের একটি দোকান থেকে সুজিত চাকমা ও নিহার বিন্দু চাকমাকে আটক করা হয়।  

এ সময় তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটকৃতদের বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) মো. মোফাজল আহমেদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছোট হরিণা বাজার থেকে ইয়াবাসহ আটক ২ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিরোধী মামলা করা হয়েছে।

 

মুমু▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর