‘রুশ বিমানের আড়ালে লুকিয়েছিল ইসরাইলি বিমান’

রাশিয়ার রাডারের চিত্র

‘রুশ বিমানের আড়ালে লুকিয়েছিল ইসরাইলি বিমান’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার জন্য ইসরাইলই দায়ী। কারণ সিরিয়ার হামলা থেকে বাঁচতে ইসরাইলের জঙ্গিবিমান রাশিয়ার আইএল-২০ বিমানের আড়ালে লুকিয়েছিল।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্যের ভিত্তিতে একথা বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের তথ্য অনুযায়ী সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রকৃতপক্ষে ইসরাইলের একটি এফ-১৬ বিমানকে টার্গেট করেছিল। কিন্তু আকস্মিকভাবে ক্ষেপাস্ত্রটি তার গতিপথ পরিবর্তন করে এবং রুশ বিমানে আঘাত হানে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, এই ঘটনা এবং ১৭ সেপ্টেম্বরের ঘটনার মুহূর্তে ইসরাইলি বিমানগুলোর অবস্থান এ কথাই প্রমাণ করছে, রাশিয়ার বিরাট বিমানটিকে ইসরাইলি বিমানগুলো ঢাল হিসেবে ব্যবহার করছিল।

তিনি জোর দিয়ে বলেন, রাডার ইমেজ থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং ইসরাইল ও রুশ বিমানের অবস্থান পরিষ্কারভাবে চিহ্নিত হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর