রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল নেভি ব্লু শার্ট ও জিন্সের প্যান্ট।

শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন।

তিনি বলেন, শুক্রবার (৫ মে) বিকেলে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলেই লাশ উদ্ধার করে পুলিশ।

ইকবাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক