রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে আরসা সদস্য নিহত

সংগৃহীত ছবি

রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে আরসা সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ মে) ভোরে উখিয়ার ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি/১ এ ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর জি/১ ব্লকে বসবাসকারী আরসাবিরোধী সাধারণ রোহিঙ্গাদের ওপর আরসা কমান্ডার হাফেজ জোবায়ের ও নুরুল হকের নেতৃত্বে ২০-২৫ জন আরসা সদস্য অতর্কিত হামলা চালায়।

এ সময় বসবাসরত সাধারণ রোহিঙ্গারা আরসা সদস্যদের চতুর্দিকে ঘিরে ফেলে এবং অজ্ঞাত একজন আরসা সদস্যকে পিটিয়ে ও দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় আরসা সদস্যদের গুলিতে উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের ব্লক-জি/১ হোসেন আহমদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে মো. রফিক (২৫)ও তার ভাই জুবায়ের (১৮) আহত হন। তাদের নিকটস্থ ব্র্যাক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে একজন নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে করা হয়।

news24bd.tv/আইএএম