অক্টোবরে ফের ঢাকা সফরের পর চূড়ান্ত প্রতিবেদন দেবে আইএমএফ

ফাইল ছবি

অক্টোবরে ফের ঢাকা সফরের পর চূড়ান্ত প্রতিবেদন দেবে আইএমএফ

আর্থিক খাতে নেয়া বাংলাদেশ ব্যাংকের সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রোববার দুপুরে আইএমএফ প্রতিনিধি দলের সফর পরবর্তী বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের এ মুখপাত্র জানান, আগামী অক্টোবরে আরও এক দফা ঢাকা সফরে আসবে প্রতিনিধি দল। এরপরই আনুষ্ঠানিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি।

তিনি আরও জানান, আসছে মুদ্রানীতিতে সংস্কারের প্রথম ধাপ হিসাবে রিজার্ভ হিসাবায়নে পরিবর্তন, বৈদেশিক মুদ্রা-ডলারের একক দাম, ঋণের বাজার ভিত্তিক সুদ হার নির্ধারণের ঘোষণা আসবে।

আইএমএফের দলটি গত ২৫ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ সফর করেছে। দলের নেতৃত্ব দেন আইএমএফ বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনন্দ। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ।

তবে সামনে বাংলাদেশের বেশ কিছু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছে আইএমএফ।

news24bd.tv/FA