পাংশা পৌরসভার কাউন্সিলর তাইজুল বহিষ্কার

পাংশা পৌরসভার কাউন্সিলর তাইজুল বহিষ্কার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌরসভার কাউন্সিলর মো. তাইজুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র মামলা আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বহিষ্কার করেছে।

কাউন্সিলর মো. তাইজুল ইসলাম পাংশা পৌরসভা কুড়েপাড়া এলাকার রফিক খালাসির ছেলে। সে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউন্সিলর তাইজুলের বিরুদ্ধে আদালতে অভি‌যোগপত্র গৃহীত হওয়ার কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করেছে।

সে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সংঘাতে জড়িয়ে পরে। তিনি নির্বাচিত হওয়ার পর বেশিরভাগ সময় জেল হাজতে থাকছেন।

বহিষ্কৃত কাউন্সিলর মো. তাজুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহন সহ চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এলাকায় প্রচলিত আছে তার তাইজাল নামে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।

 

পাংশা মডেল থানায় তার নামে ৮টি আগ্নেয়াস্ত্রের পৃথক ৩টি মামলা ২টি চাঁদাবাজি মামলাসহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে গত ২০০৯ সালে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্র নিজের দখলে রাখার অপরাধে আদালতে চলমান রয়েছে। ছাড়াও ২০১৪ সালে ১টি আগ্নেয়াস্ত্র-গুলি ২০১৮ সালে ২টি আগ্নেয়াস্ত্র গুলি ও ২০২২ সালে চাঁদাবাজিসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

news24bd.tv/FA