ছয় বছরে ৫০ বিলিয়ন ডলার পাচার, ডিজিটাল কারেন্সি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের

প্রতীকী ছবি

ছয় বছরে ৫০ বিলিয়ন ডলার পাচার, ডিজিটাল কারেন্সি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক

দেশে আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে গেল ছয় বছরে ৫০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে দাবি করছে বেসরকারি প্রতিষ্ঠান এমার্জিন ক্রেডিট রেটিং লিমিটেড।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলছে, মোট দেশজ উৎপাদন জিডিপির ৩২ শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে হওয়ায় এসব অর্থ উদ্ধারও সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সির অর্থনীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনায় উঠে এসেছে এমন তথ্য।

যেখানে বক্তারা বলেন, ডিজিটাল কারেন্সি চালু হলে কমবে দুর্নীতি।

তবে এমন উদ্যোগ বাস্তবায়নে গ্রাহকের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডিজিটাল যুগে এখন বাংলাদেশ। কাগজের টাকার বদলে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনে অভ্যস্ত হচ্ছে মানুষ। কয়েক দশকের মধ্যে হয়তো বিলুপ্ত কাগজের নোটের ঠাঁই হবে যাদুঘরে।

উন্নত বিশ্বের মতো ডিজিটাল কারেন্সির পথে হাঁটছে বাংলাদেশও।

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দীন আহমেদ জানান, বর্তমানে দেশে প্রকৃত কাগুজে মুদ্রা আছে প্রায় ৩ লাখ কোটি। আর টাকায় লেনদেনের কারণে, গেল ৬ বছরে বাণিজ্যের আড়ালে ৫০ হাজার কোটি টাকার অনিয়ম সংগঠিত হয়েছে। একইসাথে লেনদেন ব্যবস্থা পুরোপুরি প্রযুক্তি নির্ভর না হওয়ায় বিপুল পরিমাণে অর্থ হারাচ্ছে সরকার।

সভায় বক্তারা আরও বলেন, ডিজিটাল মুদ্রায় লেনদেন বাড়াতে ইন্টারনেট সেবার উন্নয়ন করতে হবে। নিশ্চিত করতে হবে সাইবার নিরাপত্তা।

পিআরআই'র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতে, সব কিছু ছাপিয়ে এমন প্রযুক্তি নির্ভর অর্থ ব্যবস্থার বলয় গড়ে তুলতে কতোটা রাজনৈতিক স্বদিচ্ছা আছে সরকারের সেটিও ভেবে দেখতে হবে।

বিশ্বের ৪১ শতাংশ দেশ ডিজিটাল কারেন্সি চালুর বিষয়ে গবেষণা করছে। এরই মধ্যে চালু করেছে ৯ শতাংশ। এসব দেশের জনগণ কীভাবে এই পদ্ধতির সাথে নিজেদের অভ্যস্ততা তৈরি করেছে এই বিষয়টিও উঠে আসে সেমিনারে।

news24bd.tv/FA