মঙ্গলবার রাজশাহী, নেত্রকোণা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার খুলনার ১০ ও রাজশাহী বিভাগের ৮ জেলাসহ ২৯ জেলায় ছিল মৃদু তাপপ্রবাহ। গতকাল সোমবার (৮ মে) এটি বৃদ্ধি পেয়ে ৪৩ জেলায় বিস্তৃত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৪ জেলা, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সোমবার ঢাকায় রবিবারের তুলনায় প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এটি অব্যাহত থাকবে। মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়বে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
news24bd.tv/আলী