জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, আগামী জুলাইয়ে নির্বাচন প্রস্তুতি দেখতে বাংলাদেশে আসবে ইইউ'র প্রতিনিধি দলটি।
তিনি বলেন, আগামী জুলাইয়ে নির্বাচন পূর্ব প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।
রাষ্ট্রদূত আরও জানান, জুলাইয়ে আসা দল বিভিন্ন মহলের সাথে মতবিনিময়ের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন ইইউকে পাঠাবে। তারা নির্ধারণ করবে জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল আসবে কিনা। এক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচন হলে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে।
এর আগে গত বছর এ সংবাদ সম্মেলনে হোয়াইটলি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইইউ'র আগ্রহ রয়েছে। চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইইউ।