২৪৬ রানে থামলো বাংলাদেশের রানের চাকা

সংগৃহীত ছবি

২৪৬ রানে থামলো বাংলাদেশের রানের চাকা

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঝারি মানের স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। চেমসফোর্ডে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছে সফরকারীরা। জন্মদিনে দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক।

কাউন্টি গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ।

মাঝে ছোট ছোট কিছু জুটি হয়েছে। বড় জুটি হয়নি বলেই বড় সংগ্রহ পাওয়া হয়নি বাংলাদেশের।

বাংলাদেশের শুরুটা লিটন দাসকে হারিয়ে। প্রথম বলেই জশ লিটলের ইয়র্কার ডিফেন্ড করতে গিয়েও পারেননি লিটন, প্যাডে লাগার পর আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার।

কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন লিটন। রানখরায় ভোগা তামিম ইকবালও বেশিদূর যেতে পারেননি।

বাংলাদেশ অধিনায়ক দুই বাউন্ডারিতে দিচ্ছিলেন খোলস ছেড়ে আসার বার্তা। কিন্তু মার্ক অ্যাডায়ারের অনেক বাইরের বলে ব্যাট চালাতে যান তিনি। আম্পায়ার শুরুতে আবেদনে সাড়া দেননি, কিন্তু পরে রিভিউতে দেখা যায় তামিমের ব্যাটে লেগেই উইকেটরক্ষকের কাছে গেছে বল। অবিশ্বাস নিয়ে ১৯ বলে ১৪ রান করা তামিম পথ ধরেন সাজঘরের দিকে।

এরপর ক্রিজে এসে সাকিব আল হাসান ব্যাট চালাচ্ছিলেন, তিনি স্ট্রাইক রোটেটও করছিলেন ভালোভাবেই। কিন্তু তিনিও পারেননি প্রত্যাশা পূরণ করতে। গ্রাহাম হিউমের বলে এগিয়ে এসে লাইন মিস করে বোল্ড হন, এর আগে  ২১ বলে ২০ রান করেন এই বাঁহাতি অলরাউন্ডার। ৫২ রানে তিন উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়ের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৭ চারে ৬৬ বলে ৪৪ রান করে শান্ত আউট হলে ভাঙে এই জুটি। হৃদয়ও নিজের ইনিংস বড় করতে পারেননি। গ্রাহাম হিউমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ২৭ রান করেন তিনি।

পরের লড়াইটা ছিল মুশফিকুর রহিমের। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার জুটি ছিল ৫৫ রানের। ৪ চারে ৩৪ বলে ৫৭ রান করে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দেন মিরাজ। মুশফিকুর রহিম কিছুক্ষণ লড়েন তাইজুল ইসলামকে নিয়েও। কিন্তু তিনি ফেরেন জশ লিটলের বল তুলে মারতে গিয়ে। ক্যাচ আউট হয়ে ফেরার আগে এই ব্যাটার ৬ চারে ৭০ বলে করেছেন ৬১ রান। শেষদিকে তাইজুল ইসলাম ৩৬ বলে ১৪ ও শরিফুল ইসলাম ১৫ বলে ১৬ রান করেন।