শুক্রবার বিমানবন্দর সড়কে সাতঘণ্টা সীমিত যান চলাচল

সংগৃহীত ছবি

শুক্রবার বিমানবন্দর সড়কে সাতঘণ্টা সীমিত যান চলাচল

অনলাইন ডেস্ক

আগামী শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত, মোট ৭ ঘণ্টা এই সড়কে সীমিত থাকবে যান চলাচল।

আজ বুধবার (১০ মে) এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য এ সড়কে শুক্রবার রাতে সাতঘণ্টা সবধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারি ও পণ্যবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এর আগে ৫ মে রাত ১১টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।

news24bd.tv/SHS