গাইবান্ধায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেলকা ইউনিয়নে বেকরীর চর গ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

মঙ্গলবার রাতে উপজেলার বেলকা ইউনিয়নে বেকরীরচর গ্রামস্থ জনৈক নয়াব উদ্দিন ডাকাত এর ভিটায় জুয়া খেলার সময় নগদ অর্থ, মুঠোফোন ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে থানা পুলিশ।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার, জুয়া অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল ডিউটি করাকালে এ অভিযান চালায়। এতে বিভিন্ন নোটের নগদ ৩৩ হজার ১শত বিশ টাকা, ৪টি বাটন মোবাইল ও জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোদ্দা গ্রামের মোঃ তরিক উদ্দিন মন্ডলের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন(৩৮), বেলকা ইউনিয়নের বেকরীর চর গ্রামের ছলেমান মণ্ডলের ছেলে মোঃ আলাল মিয়া (২২), রামডাকুয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ হাফিজুর রহমান (৩২)।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় ৬ আসামিসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  

news24bd.tv/রিমু 

এই রকম আরও টপিক