সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা পাকিস্তানের ক্ষমতাসীন দলের

সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা পাকিস্তানের ক্ষমতাসীন দলের

অনলাইন ডেস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের বিরুদ্ধে আগামী সোমবার (১৫মে) সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান।

সংবাদ সম্মেলনে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন পিটিআই চেয়ারম্যানের স্বার্থে দেশের সংবিধান, আইন এবং সবকিছু ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করব।

তিনি আরও বলেন, যদি কেউ আমাদের থামানোর চেষ্টা করে, আমরা প্রয়োজনে এর জবাব দেব।

তিনি বলেন, ‌‘সন্ত্রাসীরা’ কর্পোরেশন কমান্ডারদের বাসভবনে হামলা করছে এবং সেনা স্থাপনায় হামলা ও অবমাননা করছে। ‘সুপ্রিম কোর্ট আইনের মা, শাশুড়ি নয়...’।

সিজেপি বন্দিয়ালের নেতৃত্বে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ এবং বেআইনি’ হিসেবে ঘোষণা করার একদিন পর মাওলানা ফজলুর এই মন্তব্য করলেন।

বিচার বিভাগ সংবিধানের বাইরে রায় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র- জিও নিউজ।