গরমের কারণে আইনজীবী-বিচারকদের কালো গাউন না পরার নির্দেশ

প্রতীকী ছবি

গরমের কারণে আইনজীবী-বিচারকদের কালো গাউন না পরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমের কারণে দেশে সকল অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কালো কোর্ট ও গাউন পরা লাগবে না বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

শনিবার (১৩ মে) সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। গতকাল স্বাস্থ্য সুরক্ষা সুবিবেচনায় বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে আইনজীবীদের জন্য কালো কোট পরা ‘ঐচ্ছিক’ নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সারাদেশের ২০ আইনজীবী।

বাংলাদেশকে গ্রীষ্মপ্রধান দেশ উল্লেখ করে শীতকাল ছাড়া বছরের অন্য সময়ে কালো কোট পরার বাধ্যবাধকতা তুলে নিতে ২০ আইনজীবী আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১১ মে) সারাদেশের ২০ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এ আবেদন পাঠান।

আবেদনকারীরা হলেন– সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান, মো. মহসিন কবির, তানজিলা রহমান জুঁই, সুবীর নন্দী দাস, জেসমিন আখতার, ফারজানা ইসলাম, নিশাত ফারজানা, চট্টগ্রামের জেলা আইনজীবী সমিতির সদস্য তানিয়া বেগম, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য সারমিন আক্তার, শরিয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পূজা বিশ্বাস, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. বাহাউদ্দিন আল ইমরান, মো. আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, মো. আইনুল ইসলাম, মাহমুদা আহমেদ নিলা, সামিনা রহমান, আসমা উল হুসনা, নাশিদুস জামান, কেএম আশরাফ রাব্বী, তানজিলা আহমেদ লিসা এবং ইফাত হাসান (শাম্মী)।

আবেদনে তারা উল্লেখ করেন, আইনজীবী হিসেবে পেশায় যুক্ত থাকার কারণে বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত পোশাক পরতে হয়। বছরের প্রতিটি মাসেই এটা পরে যেতে হয়।

অথচ বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ। প্রতি বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত উচ্চমাত্রার উষ্ণ আবহাওয়ার কারণে সারাদেশের আইনজীবীরা নিদারুণ, অসহনীয়, অবর্ণনীয় শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

তারা বলেন, আইনজীবীদের নির্ধারিত কালো কোট মূলত শীতকালীন পোশাক। কালো কোটের কারণে অসহনীয় গরম সহ্য করতে হয়। এছাড়া গাঢ় রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে। তাই গরমের সময় এ ধরনের কাপড় এড়িয়ে চলাই ভালো। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত উষ্ণ আবহাওয়ায় কালো কোট পরার কারণে বহু আইনজীবী অসুস্থ হয়ে পড়েন এবং হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এছাড়াও যারা পেশাগত দায়িত্ব পালন এবং আর্থিক প্রয়োজনে তীব্র দাবদাহ উপেক্ষা করে এই পোশাক পরে নিয়মিত পেশা পরিচালনা করছেন তারাও ধীরে ধীরে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। শুধু কালো কোট বাধ্যতামূলকভাবে পরার কারণে উদ্ভূত এই সমস্যা থেকে এখনই পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি এবং মানবিক তথা সময়ের প্রয়োজন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক