কখন গতি বাড়বে ঘূর্ণিঝড় মোখার?

সংগৃহীত ছবি

কখন গতি বাড়বে ঘূর্ণিঝড় মোখার?

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমেই শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর।  

এতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা ১৮০ থেকে ১৯০ কিলোমিটার গতিতে রয়েছে।

এটি এখন অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়ার গতিবেগ এখন ২১০ কিলোমিটার। রাতে গতি আরও বাড়বে।  

শনিবার (১৩ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ গনেশ কুমার দাস বলেন, ঝড়ের গতি বেড়ে ২০০ থেকে ২১০ কিলোমিটার হবে।

তবে উপকূলে আঘাত হানার আগে ঝড় কিছুটা দুর্বল হয়ে পড়বে। তাই ল্যান্ডফলের সময় এই তীব্র গতি থাকবে না। তখন গতি ১৫০ কিলোমিটার বা তার কাছাকাছি থাকবে।  

তবে মিয়ানমারে ঝড়টি আঘাত হানার সম্ভাবনা বেশি। এছাড়া বাংলাদেশ লাগোয়া উপকূল এলাকায় ১৩০ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানবে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ বা মহেশখালিসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।  

পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে মুক্ত থাকবে। তবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। সোমবারের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহ বাড়বে। এছাড়া কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ১৭ মে থেকে ২২ মে এই সময়কালের মধ্যে অন্তত দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।  

news24bd.tv/আলী