‘নামাজ মসজিদে না বাড়িতে পড়তে হবে'

ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতের সুপ্রিম কোর্টের রায় আজ

‘নামাজ মসজিদে না বাড়িতে পড়তে হবে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘নামাজ মসজিদে না বাড়িতে পড়তে হবে’ -এ নিয়ে আজ রায় দিতে যাচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়ের ওপরেই অনেকটা নির্ভর করছে অযোধ্যা জমি জটের ভবিষ্যৎ। অবসরের যাওয়ার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের এটিই শেষ রায়।

এর আগে ১৯৯৪ সালে ভারতের সর্বোচ্চ আদালত জানায়, নামাজ যে কোনও জায়গায় পড়া যেতে পারে।

এ জন্য মসজিদ অপরিহার্য নয়। আরও জানায়, সরকার প্রয়োজনে মসজিদের জমি দখল করতে পারবে।

আদালতের এ রায়কে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক। আড়াই দশকের পুরনো এই রায়কে চ্যালেঞ্জ করেছিল ভারতের কয়েকটি মুসলিম দল।

তাঁদের বক্তব্য, অযোধ্যা জমি জটে এই রায় বড় ভূমিকা নিয়েছিল। এই রায়ের ভিত্তিতেই ইলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত জমি তিন ভাগে ভাগ করেছিল। যার মূল অংশটি পেয়েছিল হিন্দুরা। পরে ইলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল হিন্দু এবং মুসলিম সংগঠনগুলো।

দীর্ঘদিন পর এ মামলার রায় দিতে যাচ্ছে আদালত। রায়ের পুনর্বিবেচনা করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে অযোধ্যা মামলার ভবিষ্যৎ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর