মে মাস জুড়ে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

সংগৃহীত ছবি

মে মাস জুড়ে বয়ে যেতে পারে তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মোখা শক্তি হারিয়ে পরিবেশ শান্ত হওয়ায় সমুদ্রবন্দরগুলোর সব ধরনের সংকেত নামাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৫ মে) সকালে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমুদ্রবন্দর, বঙ্গোপসগর বা উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো সম্ভাবনা নেই।  

অধিদপ্তর কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরের সংকতে নামাতে বলেছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাতাসে জলীয়বাষ্পের আধিক্য, উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত গরম বাতাস এবং আকাশ মেঘমুক্ত থাকায় আগামীকাল মঙ্গলবার থেকে দেশে তাপপ্রবাহ বাড়বে। এ মাস জুড়েই তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কাল থেকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রামসহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক