‘ফারুকের মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি’

সংগৃহীত ছবি

‘ফারুকের মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি’

অনলাইন ডেস্ক

চিত্রনায়ক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার (১৫ মে) পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চিত্রনায়ক ফারুক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল তারকা। তাঁর অভিনীত চলচ্চিত্র দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধসহ সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

চিত্রনায়ক ফারুক আজ সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

news24bd.tv/আইএএম