'শুধু আইএমএফ'র শর্ত মেনে এগোলে বৈষম্য আরও বাড়বে'  

ফাইল ছবি

'শুধু আইএমএফ'র শর্ত মেনে এগোলে বৈষম্য আরও বাড়বে'  

তাসনুভা অন্তরা

সাধারণের সংকট আমলে না নিয়ে, তাদের সাথে কথা না বলে শুধু আইএমএফ এর শর্ত মেনে এগোলে বৈষম্য আরও বাড়বে বলে মন্তব্য করেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ সোমবার সকালে আইএমএফ এর ঋণ ও জাতীয় বাজেট নিয়ে সিপিডি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রকল্প বাস্তবায়নের পর তার মূল্যায়ন আর্থিক বিচারে নয় বরং হওয়া উচিৎ ফলাফল বিচারে।

তিনি বলেন, সুদের হার বাজারের উপর ছেড়ে দিলেও কৃষিসহ নতুন উদ্যোক্তাদের জন্য সেই হার বেধে রাখা মঙ্গল।

সেমিনারে অসুবিধাগ্রস্ত মানুষের জন্য আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

news24bd.tv/রিমু