কুরবানীর গরুর হাট না বসাতে হাইকোর্টে রিট

সংগৃহীত ছবি

কুরবানীর গরুর হাট না বসাতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আসছে কুরবানীর ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাব নগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (১৫ মে) জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদি করা হয়েছে।

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আফতাবনগরের ৩৭ নং ওয়ার্ড এলাকায় এ গরুর হাটটি পড়েছে।

জানা গেছে, এ হাটটি আগে দক্ষিণ সিটির আওতায় ছিলো। দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৮, ২০১৯,ও ২০২০ সাল পর্যন্ত এ হাটটি পরিচালনা করেন।

এদিকে উত্তর সিটি কর্পোরেশন এ পর্যন্ত কখনও হাঁটটি নিলামে ডাকেনি। হঠাৎ ২০২০ সালে উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল তার নিজস্ব ক্ষমতা বলে এই গরুর হাটটি উত্তর সিটি করপোরেশন মধ্যে পড়েছে বলে দাবি করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক