মোংলা ত্যাগ করছে নৌবাহিনী-কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

মোংলা ত্যাগ করছে নৌবাহিনী-কোস্টগার্ডের যুদ্ধজাহাজ

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখা দুর্যোগ কেটে যাওয়ার পর নিরাপদ আশ্রয়ে থাকা চট্টগ্রাম নৌবাহিনী ও কোস্টগার্ডের বড়বড় যুদ্ধ জাহাজগুলো মোংলা বন্দর জেটি ত্যাগ করেছে। সোমবার সকালে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ পুরোদমে শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা’র কারণে সুন্দরবনের হিরণ পয়েন্টে আশ্রয় নেয়া দুটি এলপিজি গ্যাস বোঝাই জাহাজ সোমবার সকালে মোংলা বন্দরে নোঙ্গর করেছে। আমদানিকৃত এলপিজি গ্যাস নিয়ে সকালে ভিয়েতনামের পতাকাবাহী ‘ওশানস ৯’ ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ইকো গ্যালাক্সি’ নামের জাহাজ দুটি মোংলা বন্দরে পৌঁছায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, ঘূর্ণিঝড় মোখার দুর্যোগ কেটে যাওয়ার পর সোমবার সকালে নিরাপদ আশ্রয়ে থাকা চট্টগ্রাম নৌবাহিনী ও কোস্টগার্ডের বড়বড় যুদ্ধ জাহাজগুলো মোংলা বন্দর জেটি ত্যাগ করেছে। সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ পুরোদমে শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মোংলা বন্দরের ৪ সংকেত থাকায় জাহাজ আমদানিকৃত এলপিজিবাহী জাহাজ দুটি বন্দরে ঢুকতে দেয়া হয়নি। ১৩ মে জাহাজ দুটিকে ঝুঁকি এড়াতে বন্দর এলাকার বাইরে সুন্দরবনের হিরণ পয়েন্টে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়।

দুর্যোগ কেটে যাওয়ায় পর সোমবার সকালে ভিয়েতনাম পতাকাবাহী ‘ওশানস ৯’ জাহাজটি বন্দর এলাকায় যমুনা এলপিজি জেটিতে ও আইল্যান্ড পতাকাবাহী ইকো গ্যালাক্সি জাহাজটি পেট্রোম্যাক্স এলপিজি জেটিতে পৌঁছে গ্যাস খালাস শুরু করেছে। জাহাজ দুটি আমদানিকৃত গ্যাস খালাসের পর মঙ্গলবার সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান এই বন্দর কর্মকর্তা।

news24bd.tv/FA