দেশে বৈষম্য বাড়ছে: পরিকল্পনামন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে বৈষম্য বাড়ছে: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বৈষম্য বাড়ছে, তবে সেটি প্রাকৃতিক করণে নয়; মানব সৃষ্ট। এই বৈষম্য প্রশমণ ও দরিদ্র মানুষের কষ্ট কমাতে কাজ করছে সরকার। বুধবার (১৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, বিআইডিএস আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন।

তিনি বলেন, কোভিডের সময় দারিদ্র্য বাড়লেও আত্মকর্মসংস্থান এবং সরকারের সহায়তায় কোভিড পূর্ববর্তী সময়ের চেয়েও দারিদ্র্য কমে এসেছে।  

তবে নতুন দরিদ্র হওয়া নিম্ন-মধ্যবিত্ত মানুষ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। তাই তাদের সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন ড. বিনায়ক সেন। সেইসঙ্গে কোভিডের সময়ে ঝরে পরা শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি নেওয়ারও তাগিদ দেন তিনি।

 

news24bd.tv/আইএএম