ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে। এ বিষয়ে এসআই ফাহিম ফয়সাল বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে টহলরত অবস্থায় একটি ফোন আসে শহরের টেপাখোলা সোনালী ব্যাংকের সামনে এক ব্যক্তি দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছে। যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে। এসময় আমি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানকে বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পৌঁছালে আসামী সোহাগ মৃধা আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তার পিছু নিয়ে তাকে ধরতে সক্ষম হই। এসময় সোহাগ...
ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি

অতিবৃষ্টিতে মাঠেই পচে যাচ্ছে কাটা ধান
অনলাইন ডেস্ক

জ্যৈষ্ঠের টানা বৃষ্টি আর পর্যন্ত রোদ না থাকায় বগুড়ার আদমদীঘিতে পচে নষ্ট হচ্ছে কৃষকের কাটা ধান। কয়েক দিনের বৃষ্টির কারনে মাঠের কেটে রাখা পাকা ধান মাঠেই পচতে বসেছে। এমনকি কেটে আনা ধান মাড়াই করতে না পারাই সেগুলোতে চারা গজাতে শুরু করেছে। আবার কোথাও কোথাও ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে ধানের বড় একটা অংশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় বোরো ধান কাটতে পারছেন না কৃষকরা। ধানের জমি তলিয়ে যাওয়ায় অনেকে ধান কাটতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো জমিতে ধান কাটলেও আবহাওয়া খারাপ থাকায় তা শুকানো যাচ্ছে না। দিনমজুররা পারিশ্রমিক বেশি হাকছেন। আবার অনেকে ধান কাটতে অনীহা প্রকাশ করছেন। এজন্য খেতেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। এতে চরম বিপাকে পড়েছেন এই উপজেলার কৃষকরা। এই উপজেলার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় এবার আবাদ হয়েছে...
শাবলের আঘাতে ছেলের হাতে বাবা খুন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) রাত ৩ টার দিকে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. কবির মিয়া (৪৮) উপজেলার বাহেরচর পশ্চিম পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মনির মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই তার সঙ্গে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব লেগেই থাকত। ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে মনির হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার বাবার ওপর হামলা চালায় এবং শাবল দিয়ে আঘাত করলে বাবার মৃত্যু হয়। ঘটনার পর রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রায়পুরা থানার অফিসার...
ব্লাউজ কাল হলো গৃহবধূর
অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পিংকি দাস (২৫) নামে ওই গৃহবধূকে বাজার থেকে ব্লাউজ কেনা নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মঙ্গলবার (২৭ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোশাররফ হোসেন। নিহত পিংকি দাস ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ত্রিবেণী গ্রামের সুমন দাসের স্ত্রী। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। নিহতের মা লিপি দাস বলেন, বাজার থেকে ব্লাউজ কেনাকে কেন্দ্র করে আমার মেয়ের (পিংকি) সঙ্গে তার স্বামীর কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে শ্বশুর ভৌগি দাস, চাচা শ্বশুর, শাশুড়ি ও চাচি শাশুড়ি মিলে পিংকিকে নির্মমভাবে মারধর করে। এতে পিংকি গুরুতর আহত হয়। পরে বাবার বাড়িতে চলে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর