রূপগঞ্জে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে তেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিমাপে কম দেয়ায় এস, এইচ, এস নামক ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই'র) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ মে) দুপুরে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় প্রতি ১০ লিটারে দুইটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৮০ ও ৩৫০ মি.লি. এবং দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৩০ ও ৩৩০ মি.লি. কম দেয়ার প্রমাণ মেলে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র পরিদর্শক (মেট্রোলজি) মো. ইনজামামুল হক এবং ফিল্ড অফিসার (সিএম) জান্নাতুল নাঈম ছিলেন।

news24bd.tv/FA