আদালতে ক্ষমা চাইলেন রাজউক চেয়ারম্যান

ফাইল ছবি

আদালতে ক্ষমা চাইলেন রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

আদালতের আদেশ যথাযথভাবে পালন না করার ঘটনায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

বৃহস্পতিবার (১৮ মে) বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন রাজউক চেয়ারম্যান।

এসময় আদালত ক্ষমা মঞ্জুর করে রাজউক চেয়ারম্যানকে একটি বিশেষ টিম গঠন করতে বলেন যারা আদালতের দেয়া বিভিন্ন আদেশ-নিষেধ ও চিঠির জবাব দেবে।

২০০৪ সালে এক নারী রাজউক থেকে নিকুঞ্জ এলাকায় বরাদ্দ নেওয়া তার প্লটটি খালেদ মাহমুদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

খালেদ মাহমুদ সব নিয়ম মেনে রাজউকের সমুদয় পাওনা পরিশোধ করলেও প্লট বরাদ্দ বাতিল করে রাজউক।

পরে হাইকোর্ট রাজউকের এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করে। ২০২২ সালে রুলের শুনানিতে এ বিষয়ে নথিপত্র দাখিল করতে রাজউক চেয়ারম্যানকে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে, যথাসময়ে আদালতের আদেশ পালন না করায় ১৮ই মে তাকে আদালতে হাজির হতে বলা হয়।

আদালতে হাজির হয়ে রাজউক চেয়ারম্যান ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক