অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাইয়ে অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৭ এএফসি বাছাইয়ে অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এএফসির সদরদপ্তর মালয়েশিয়ায় এ ড্র অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া।

সিঙ্গাপুরে হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারের পর্বে গ্রুপের শীর্ষ দুই দল খেলবে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে ফিলিপাইন ও ভিয়েতনাম। এর আগে এএফসি অ-১৬ টুর্নামেন্টের দুই আসরে চূড়ান্ত পর্বে খেলেছিল বাংলাদেশ।

আবারও এএফসির জুনিয়র পর্যায়ে চূড়ান্ত পর্বে খেলার আশাবাদ কোচ গোলাম রব্বানী ছোটনের, ‘আমরা চূড়ান্ত পর্ব খেলতে চাই। আমাদের সেই সক্ষমতা রয়েছে। ’

বাছাইয়ের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইরান। বাংলাদেশের গ্রুপ সেই হিসেবে তুলনামূলক সহজ হলেও কোচ ছোটনের দৃষ্টিতে, ‘এই পর্যায়ে যারা এসেছে, তাদের সবাই শক্তিশালী। ’

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দুই গ্রুপের দুই শীর্ষ দল খেলবে মূল পর্বে। ড্র অনুষ্ঠিত হলেও দুই গ্রুপের স্বাগতিক দল এখনো নির্ধারিত হয়নি।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর