ইউরোপার ফাইনালে রোমা-সেভিয়া

সংগৃহীত ছবি

ইউরোপার ফাইনালে রোমা-সেভিয়া

অনলাইন ডেস্ক

ইতালির জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে আরও একবার ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। গতকাল রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ৩-২ অগ্রগ্রামিতায় ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

জুভেন্টাস বিদায় নিলেও আরেক ইতালিয়ান ক্লাব রোমা উঠেছে ফাইনালে। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ১-০ গোলের অগ্রগ্রামিতা নিয়ে বুদাপেস্টের টিকিট কেটেছে জোসে মরিনিওর দল।

আগামী ৩১ মে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে দল দুটি।

ইউরোপা লিগে সেভিয়ায় দাপট বেশ পুরনো। আসরের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন দলটি। লা লিগায় তারা এবার ভুগলেও, ঠিকই পছন্দের সেই টুর্নামেন্টের ফাইনালে উঠলো দলটি।

তাও জুভেন্টাসের মতো শক্তিশালী দলকে হারিয়ে।

প্রথম দেখায় জুভেন্টাসের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে সেভিয়া। গতকাল নিজেদের মাঠে সেভিয়া অবশ্য ছিল হারের মুখে। ৬৫ মিনিটে অতিথিদের এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। তবে গোল হজমের পাঁচ মিনিট পর সুসো সমতায় ফেরান স্বাগতিকদের। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ তাই অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। এরপর ১১৫তম মিনিটে মার্কোস আকুইনা লাল কার্ড দেখলেও, শেষ কয়েক মিনিট একজন কম নিয়ে খেলেও জুভেন্টাসকে বিদায় করে দেয় হোসে লুইস মেন্দেলিবারের শিষ্যরা।

এদিকে, নিজেদের মাঠে লেভারকুসেনকে ১-০ গোলে হারানোর পর গতকাল তাদের মাঠে ড্র করে রোমা। তাতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় ইতালিয়ান ক্লাবটির।

news24bd.tv/SHS