রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংকার্স কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংকার্স কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক

রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংকার্স কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়।  রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। রূপালী ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংকার্স কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে শনিবার এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

সংগঠনের নেতাসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, ‘দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত ব্যাংকাররা এ সংগঠনের আশ্রয়তলে এসে অবসর পরবর্তী সময়টুকু সৃজনশীল কর্মের মাধ্যমে উপভোগ করবেন।

তারা সতীর্থদের কল্যাণেও কাজ করবেন। ’

তিনি আরও বলেন, ‘বর্তমানে রূপালী ব্যাংক অতীতের যে কোনো সময়ের চেয়ে সব আর্থিক সূচকে ভালো করছে। ব্যবস্থাপনা পরিচালকের ঘোষিত ১০০ দিন ও ১৫০ দিনের বিশেষ কর্মসূচি অত্যন্ত কার্যকর। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর।

সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের সাবেক ডিএমডি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন, সিবিএর কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়াসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/কেআই