ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিগুলো

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সৈয়দ নোমান • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে আজ (২৮ সেপ্টেম্বর, শুক্রবার) দুপুরে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

সন্ধ্যা ৭টার নাগাদ ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন স্টেশন সুপাররিনটেনডেন্ট জহিরুল হক।  
 
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির ময়মনসিংহ সরকারি খাদ্য গুদামে যাবার কথা ছিল। কিন্তু চাল ভর্তি ট্রেনটি বাঘমারা রেলক্রসিংয়ে পৌঁছলে ৪টি বগি লাইনচ্যুত হয়। বগিগুলোর ২৫টি টাকা লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজ সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে বলে জানান জহিরুল হক।



নোমান▐ অরিন▐ NEWS24