বাংলাদেশ থেকে আম, সবজিসহ কৃষি পণ্য নিতে চায় যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে আম, সবজিসহ কৃষি পণ্য নিতে চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে আম, সবজিসহ কৃষি পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২১ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রতিনিধি ইউএসটিআর এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেনডেন লিঞ্চের নেতৃত্বে পাঁচ সদস্যের দল কাঁচা তুলা আমদানি নিয়ে কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।  

কৃষি সচিব বলেন, ‘দেশের কৃষি পণ্যের পিআরএ এনালাইসিসের পর যুক্তরাষ্ট্রে রপ্তানির দুয়ার খুলবে বলে আশা করছি। এ লক্ষ্যে পূর্বাচলে একটি আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছে।

প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তুলা আমদানিতে কটনবল মুক্ত করতে পোর্টে কোয়ারেন্টিন না করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য কৃষি মন্ত্রণালয় কোয়ান্টিন আইন সংশোধন করেছে বলেও জানান তিনি।  

যুক্তরাষ্ট্রের কাছে বায়োটেকনোলজি ও রিসার্চ সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান কৃষি সচিব।  

news24bd.tv/আইএএম