ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ইসরাত জাহান মৌরি

সংগৃহীত ছবি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ইসরাত জাহান মৌরি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’এ নানা ইভেন্টে সাফল্য দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন সরাইল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (একাদশ শ্রেণি) শিক্ষার্থী ইসরাত জাহান মৌরি। রেজাল্ট, সংগীত দক্ষতা, খেলাধুলা, আবৃত্তি, লেখালেখি, আইসিটি দক্ষতা, স্কাউটিং, উপস্থিতির হারসহ ১১ ক্যাটাগরির ওপর ভিত্তি করে তাকে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্ধারণ করা হয়।  

গত শনিবারের ওই অনুষ্ঠানে ইসরাত জাহান দলগত জারি গানে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।     

এর আগে ১৭ মে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মৌরি।

 

মো. লোকমান হোসেন এবং মোছা. ইয়াছমিন আক্তারের একমাত্র মেয়ে ইসরাত জাহান মৌরি। মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান মৌরি’র এমন অর্জনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকগণসহ অভিভাবকরা। মৌরির আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।

মৌরির শ্রেষ্ঠত্বে বাবা লোকমান হোসেন ও মাতা ইয়াছমিন আক্তার সরাইল সরকারি কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একমাত্র মেয়ে যেন দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ও দেশের সেবা করতে পারে সে জন্য সবার নিকট দোয়া কামনা করেন।

news24bd.tv/আইএএম