দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে 

আজকের আবহাওয়া

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশের ৮ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় এবং যমুনার পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা পর হ্রাস পেতে শুরু করতে পারে।

কাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬.৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৪.৪°C।

 

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর