খুলনা সিটি নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরল ৪ প্রার্থীর

খুলনা সিটি নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরল ৪ প্রার্থীর

অনলাইন ডেস্ক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ কাউন্সিলর প্রার্থী। এ ছাড়া তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সোমবার তাদের আবেদনের ওপর শুনানি করেন বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

জানা যায়, নির্বাচনে বিভাগীয় কমিশনারের কাছে ১৬ প্রার্থী আপিল করেন।

এর মধ্যে প্রথম দিনে ৭ প্রার্থীর আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদা খানম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাছিমা আক্তার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অহিদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন মাতব্বর।

অপরদিকে প্রার্থিতা বাতিল হয়েছে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামান মোল্লা, ২৩ নম্বর ওয়ার্ডের আমিনুল্লাহ বাহারের।

আগামীকাল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৪ মেয়র প্রার্থীসহ ৯ জনের আপিল শুনানি করা হবে।

তাঁরা হলেন– জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আল আমিন আবদুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ হুমায়ুন কবীর, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউসুফ আলী খান, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শমশের আলী মিন্টু।