প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২৩ মে) চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল বের করে আওয়ামী লীগ। ওই মিছিলে প্রকাশে পিস্তল হাতে দেখা যায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে। ওই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
পিস্তল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমানের মিছিল করার ওই ছবি-ভিডি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘রাতে একজন আমাকে ছবি পাঠিয়েছেন। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিএসবিকে (পুলিশের জেলা বিশেষ শাখা) নির্দেশ দিয়েছি। তাঁর (মোস্তাফিজুর রহমান) অস্ত্র বৈধ কী অবৈধ, কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন, এসব বিষয় তদন্ত করে আমাকে জানাবে ডিএসবি।
জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, ‘আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। পরে সব বলা যাবে। ’
গতকাল প্রতিবাদী এই মিছিল ও সমাবেশের আয়োজক ছিল বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছিল।
মিছিলের সামনে ছিলেন মোস্তাফিজুর রহমান। তাঁর পেছনে ছিলেন ব্যানারসহ দলীয় নেতা-কর্মীরা। মিছিল নিয়ে নেতা-কর্মীরা বাঁশখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন। মিছিলের একটি ভিডিও ‘এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী’ নামের একটা ফেসবুক পেজে আপলোড করা হয়।
news24bd.tv/আইএএম