বিশ্বকাপ ফাইনালের রেফারির কাঁধে আরও এক গুরু দায়িত্ব

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালের রেফারির কাঁধে আরও এক গুরু দায়িত্ব

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বাকপের ফাইনালে দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক এবার আরও এক গুরু দায়িত্ব পেলেন। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্সিনিয়াক।

এক মৌসুমে বিশ্বকাপের ফাইনাল ও ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনাল খেলা পরিচালনার বিরল দায়িত্ব পেয়ে দারুণ খুশি মার্সিনিয়াক। দোহায় ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উত্তেজনাকর ম্যাচটি দারুণভাবে সামলানোর কারণে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক।

তারই উপহার হিসেবে এবার পেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দায়িত্ব।  

এর আগে ২০১০ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্বটি পেয়েছিলেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব।  

চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দলের খেলা নক আউট পর্বে পরিচালনা করেছেন মার্সিনিয়াক। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের জয় ও শেষ ১৬’তে ইন্টার মিলানের সাথে পোর্তোর গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে মার্সিনিয়াক রেফারির ভূমিকায় ছিলেন।

 

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আরও তিনটি ফাইনালের জন্য উয়েফা রেফারি নির্বাচন করেছে। আগামী ২১ মে হাঙ্গেরির বুদাপেস্টে সেভিয়া বনাম রোমার মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের এন্থনি টেইলর।  

৭ জুন প্রাগে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে লড়বে ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম। এই ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী স্প্যানিশ কার্লোস ডেল সেরো গ্রাডে। এই প্রথম ইউরোপীয়ান কোন ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন গ্রাডে।  

এছাড়া আগামী ৩ জুন নেদারল্যান্ডের এইনডোভেনে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েলসের চেলির ফস্টার। এই ম্যাচে ইতালির ভিডিও রিভিউ বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি ছাড়া বাকি সব ম্যাচ অফিসিয়ালই নারী।
news24bd.tv/aa