কেন বিয়ে করেন নি লতা মঙ্গেশকর?

লতা মঙ্গেশকর (সাম্প্রতিক ছবি)

কেন বিয়ে করেন নি লতা মঙ্গেশকর?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লতা মঙ্গেশকর মানেই সুরের মূর্ছনা। লতা মানেই সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার অসম্ভব এক ক্ষমতা। আট দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতে কাজ করছেন তিনি। গান গেয়েছেন ৩০টিরও বেশি ভাষায়।

দীর্ঘকাল ধরে নিজের গলার জাদুতে তিনি মোহিত করে রেখেছেন সাধারণ মানুষকে। গতকাল (২৮ সেপ্টেম্বর) ছিল সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। এ দিন ৮৯ বছরে পা রাখেন তিনি।

১৯২৯ সালের মধ্যবিত্ত মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতা।

পণ্ডিত দিনানাথ মঙ্গেশকরের বড় মেয়ে লতার জন্ম মধ্য প্রদেশের ইন্দোরে। এসব বিষয় সকল লতা ভক্তই জানেন। কিন্তু কী কারণে ‘কুমারী’ই রয়ে গেছেন তিনি, সেটা হয়তো অনেকেরই অজানা।  

এতগুলো বছর পর সংসার না পাতানোর কারণটা এবার নিজ মুখেই জানিয়েছেন লতা।  
news24bd.tv
যৌবনে লতা মঙ্গেশকর

শৈশবে বলিউড ইতিহাসের প্রথম সুপারস্টার কুন্দনলাল সাইগালের চলচ্চিত্র ‘চণ্ডীদাস’ দেখে তিনি বলেছিলেন, বড় হয়ে সাইগালকেই বিয়ে করবেন। কিন্তু তারা বিয়ে করেননি।  

লতা জানান, পরিবারের সকল সদস্যের দায়িত্ব তার ওপর ছিল। এমন পরিস্থিতিতে বিয়ের চিন্তা এলেও সেটাকে গুরুত্ব দেয়ার কথা ভাবতেই পারেননি তিনি।  

লতার ভাষায়, সে সময় সংসার করার মত সময় নাকি ছিল না তার। আর তাই গান-বাজনাকেই জীবনের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নেন সঙ্গীত জগতের এই জীবন্ত কিংবদন্তি।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর