রাজধানীতে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা

রাজধানীতে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর ১১ নাম্বারের চেকপোস্টের ওয়াশরুমে নিজের পিস্তলের গুলিতে আশরাফুজ্জামান রনি নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল থেকে ডিউটি ছিল তার।

সেখানে একটি বাথরুমে গিয়ে তার নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। সে সময়ে সেখানে সে একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এর আগে ফেসবুক স্টোরিতে রনি লেখেন, 'আমার জন্য আমিই দায়ী।

' তবে ঠিক কী কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন তিনি সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইনসে থাকতেন। রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক