গাসিক নির্বাচন : ইন্টারনেট না থাকায় কয়েক কেন্দ্রের ফুটেজ পাচ্ছে না কমিশন

ফাইল ছবি

গাসিক নির্বাচন : ইন্টারনেট না থাকায় কয়েক কেন্দ্রের ফুটেজ পাচ্ছে না কমিশন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইন্টারনেট সংযোগ না থাকায় কয়েক জায়গার সিসিটিভি ফুটেজ পাচ্ছে না কমিশন। কিন্তু সেগুলো রেকর্ড হয়েছে। অনিয়ম হলেও রেকর্ড থাকবে।

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কারো এজেন্ট না থাকলে রিটার্নিং কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আন্তরাষ্ট্রীয় বিষয়। এটা নিয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার নির্বাচন কমিশন করবে।

সকাল ৮টার পর থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার আনিছুর রহমান কন্ট্রোলরুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

news24bd.tv/FA