প্রেম করে বিয়ে, ৬ মাস না যেতেই স্ত্রীকে মারধরের অভিযোগ

প্রতীকী ছবি

প্রেম করে বিয়ে, ৬ মাস না যেতেই স্ত্রীকে মারধরের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রেম করে বিয়ে করার প্রায় ছয় মাসের মাথায় স্ত্রীকে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মাদারীপুরের শিবচরে প্রেম করে বিয়ে করে প্রায় ছয় মাসের মাথায় স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

অভিযুক্ত যুবকের নাম খালিদ মৃধা। তিনি শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের পান্না মৃধার ছেলে।

ভুক্তভোগী জোসনা বেগম একই ইউনিয়নের মোজাফরপুর এলাকার মোসলেম মাদবরের মেয়ে।

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনে কথা হয় খালিদ মৃধার সাথে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে গত বছরের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

এদিকে গত কয়েকদিন আগে বিষয়টি খালিদের পরিবারে জানাজানি হলে জোসনার সাথে খালিদের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ধরে গত ২২ মে রাত ৯টার দিকে জোসনার দুলাভাইয়ের বাড়ি (পাচ্চর ইউনিয়নের বৈকন্ঠপুর) বসে কথা কাটাকাটির এক পর্যায়ে খালিদ জোসনাকে মারধর করেন। এতে জোসনা আহত হন। পরে জোসনাকে উদ্ধার করে তার আত্মীয় স্বজনরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে জোসনা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেয়েটির মা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে খালিদের  মুঠোফোনে কল দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মেয়েটির মা রুকিয়া বেগম বলেন, আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মেয়েটির মা লিখিত অভিযোগ করেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

news24bd.tv/রিমু 


 

এই রকম আরও টপিক