যুদ্ধ নিয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক

সংগৃহীত ছবি

যুদ্ধ নিয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে যুদ্ধ হবে কৃত্তিম বুদ্ধিমত্তা সংবলিত ড্রোন দিয়ে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের সিইও সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন ইলন মাস্ক।

কৃত্তিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে দ্বিমুখী তলোয়ার উল্লেখ করে মাস্ক বলেন, 'আমাদের কাজের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তার কোনো প্রয়োজন নেই।  আপনার যদি একটা দৈত্য থাকে যে আপনাকে সব কিছু দিতে পারে, সেটা ঝুঁকিও তৈরি করে।

' কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দেশগুলো সবার আগে অস্ত্র তৈরি করবে বলে করেন তিনি।  

টুইটারের সাবেক এই সিইও বলেন, যুদ্ধের ময়দানে এআই সংবলিত অস্ত্র মানুষের থেকে অনেক দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। ভবিষ্যতে আধুনিক ও যেসব দেশের ড্রোন রয়েছে তাদের যদি যুদ্ধ লাগে তবে সেটা হবে ড্রোন দিয়ে।  

এর আগে মার্চ মাসে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যাপক উন্নতি থামাতে অনুরোধ করেন তিনি।

তার মতে কৃত্তিম বুদ্ধিমত্তার এই উন্নতিকে মানব সভ্যতার জন্য অত্যন্ত ঝুঁকি বলে উল্লেখ করেন।

news24bd/ARH