ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ওমানে থাকা হকি দলের ডিফেন্ডার

সংগৃহীত ছবি

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ওমানে থাকা হকি দলের ডিফেন্ডার

অনলাইন ডেস্ক

ওমানে জুনিয়র হকি এশিয়া কাপ খেলতে গিয়ে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের সদস্য ডিফেন্ডার মেহরাব হাসান সামিন। প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল বুধবার ওমানের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সামিন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে টিম হোটেলে বিশ্রামে আছেন সামিন।

জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তার। সামিনের শারীরিক অবস্থা নিয়ে দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানা জানান, বর্তমানে সামিন আগের চেয়ে ভালো আছে। হোটেলে বিশ্রাম নিচ্ছে। জ্বর কমেছে।
প্লাটিলেট ১ লাখের ওপরে আছে।

সামিন বাংলাদেশ একাদশের মূল খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। তবে পুরো ফিট ছিলেন না। জ্বর গায়ে নিয়েই খেলেছেন। প্রথম কোয়ার্টারে কোচ মামুন উর রশিদ তাকে মাঠে নামাননি। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলেছিলেন।

সামিন দলে না থাকাতে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নে রানা বলেন, ‘সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই। আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারোর হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি। ’

প্রসঙ্গত ভারতে অনুশীলনকালেই ডেঙ্গু ভাইরাস শরীরে বাসা বাঁধে সামিনের।

news24bd.tv/SHS