মাদারীপুরে যুবককে হত্যা মামলায় সব আসামি খালাস

প্রতীকী ছবি

মাদারীপুরে যুবককে হত্যা মামলায় সব আসামি খালাস

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জাকির হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মালায় সব আসামি খালাস পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এই রায় দেন। এতে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ জানিয়েছেন বাদীপক্ষ।  

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের মৃত রশিদ মোড়লের ছেলে গোলাম মাওলা (৪২), চরকাচিকাটা গ্রামের আদেল উদ্দিন শেখের ছেলে রব শেখ (৪৫), একই গ্রামের সেকান ফকিরের ছেলে লিটন ফকির (৬২), মাদবরকান্দি গ্রামের আব্দুল হামেদ দড়ির ছেলে দলিল উদ্দিন দড়ি (৭০) ও একই গ্রামের মৃত আব্দুল হাকিম দড়ির ছেলে মো. বাদশা দড়ি (৬৫)।

জানা যায়, ২০০৪ সালের ২১ মে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের এসকেনদার আলীর ছেলে জাকির হোসেন বাড়ি থেকে শিবচর বাজার এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি। এরপর দুইদিন পর ২৩ মে শিবচর উপজেলার বিলপদ্মা নদীর কেরানিবাট এলাকায় বস্তাবন্দি মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন জাকিরের লাশ শনাক্ত করেন।

ওইদিনই অজ্ঞাতদের আসামি করে জাকিরের বাবা এসকেনদার আলী বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী তদন্ত শেষে গোলাম মাওলা, রব শেখ, লিটন ফকির, দলিল উদ্দিন দড়ি ও মো. বাদশা দড়িকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।  

যুক্তিতর্ক ও দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ না হওয়ায় আদালত অভিযুক্ত ৫ জনকেই খালাস দেন। মামলা চলাকালীন সময় আসামি দলিলউদ্দিন দড়ি মারা গেলেও রায় ঘোষণার সময় বাকি ৪ আসামি উপস্থিত ছিলেন। রায়ে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ জানিয়েছেন বাদীপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী মিয়ার দাবি, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সবকিছু বিবেচনা করে আদালত সঠিক রায় দিয়েছে। এই রায়ে আমরা আসামিপক্ষ সন্তুষ্ট।

news24bd.tv/কেআই