সব কেন্দ্রের ফলাফল আসার আগেই মাকে বিজয়ী দাবি জাহাঙ্গীরের

সব কেন্দ্রের ফলাফল আসার আগেই মাকে বিজয়ী দাবি জাহাঙ্গীরের

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এখন পর্যন্ত মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তবে সব কেন্দ্রের ফলাফল আসার আগেই নিজের মা জায়েদা খাতুনকে বিজয়ী দাবি করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এমন দাবি করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, আমি সব কেন্দ্রে খবর নিয়ে জানতে পেরেছি, প্রত্যেক কেন্দ্রে আমার মা জায়েদা খাতুন জয়লাভ করেছেন। ভোটের ফলাফল নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, তাহলে আমরা মানব না। আমি গাজীপুরের গার্মেন্টস কর্মী মালিক ও জনগণকে প্রতিবাদ করতে বলব।

তিনি বলেন, ইভিএমে ভোট শেষ হয়েছে ৪টায়।

ফলাফল দিতে এতক্ষণ লাগে না। অনেক কেন্দ্রের কাউন্সিলরদের ফলাফল দেওয়া হয়েছে। মেশিনের সফট কপি আমাকে দিতে হবে। দরকার হলে সিসিটিভির ফুটেজ দেখব। আমি নির্বাচন কমিশনকে সহায়তা করতে চাই।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫৫,১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৪৬,২৩৮ভোট।  

আজ বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।  

news24bd.tv/কেআই