দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন। এমন অবস্থায় সকাল ৬টাতেই রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, আজও দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং গতকালের মতো আজও চড়া তাপমাত্রায় দিনভর নাকাল হতে হবে মানুষজনকে। আজ রোববার (১১ মে) রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরও পড়ুন ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ ১১ মে, ২০২৫...
সকালেই গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা নিয়ে যে বার্তা এলো
অনলাইন ডেস্ক

সৌদি পৌঁছেছেন ৩৭৮৩০ জন, এখনো ভিসা মেলেনি ৯২৩ হজযাত্রীর
অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব পৌঁছেছেন। এ পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৯৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৬৬ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ১৭৭টি ভিসা ইস্যু করা হয়েছে। আজ রোববার (১১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে তথ্যটি নিশ্চিত করা হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ৯৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি, সৌদি এয়ারলাইন্সের ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। আরও পড়ুন ইসলামে নারীর আত্মরক্ষা-ভাবনা ১১ মে,...
‘বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে’
অনলাইন ডেস্ক

বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পরিত্যাগ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করার কোনো সুযোগ নেই এবং যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। শনিবার (১০ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান রাষ্ট্র যদিও অফিসিয়ালি ক্ষমা চেয়েছে কিংবা আবারও চাইতে রাজি, কিন্তু যারা যুদ্ধাপরাধের সহযোগী, তারা এখনও কোনো দুঃখ প্রকাশ করেনি। এখনো গণহত্যার পক্ষে ইনিয়ে-বিনিয়ে বয়ান তৈরি করা হচ্ছে, যা বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে। তিনি বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের...
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১০ মে) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কমিটির অনুমোদন দেন। পুলিশ সদরদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা করা হলো। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি হিসেবে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নয়জন, অর্থ সম্পাদক একজন, সহ অর্থ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, সহ-সাংগঠনিক সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, সহ-দপ্তর সম্পাদক একজন, আইন বিষয়ক সম্পাদক একজন, সহ আইন বিষয়ক সম্পাদক একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক একজন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক একজন, স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক একজন, সহ স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক একজন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর