জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৪

সংগৃহীত ছবি

জাপানে বন্দুক ও ছুরি হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

জাপানে বন্দুক ও ছুরি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। খবর বিবিসির।  

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে জাপানের নাগানো অঞ্চলের নাকানো শহরে এ হামলার ঘটনা ঘটে।

এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় এক প্রবীণ নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।

আজ শুক্রবার সকালে জাপান পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টা নাগাদ ওই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী ওই শহরের একটি ভবনে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাঁকে আটক করে পুলিশ। তবে এ হামলা কেন চালানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

জাপানে এ ধরনের বন্দুক ও ছুরি হামলার ঘটনা খুব একটা দেখা যায় না। এমনকি দেশটিতে হত্যার ঘটনাও খুব কম ঘটে। বিশ্বের যেসব দেশে খুবই কঠিন বন্দুক আইন রয়েছে, জাপান তার একটি।

news24bd/ARH

এই রকম আরও টপিক