বাংলাদেশ নারী ফুটবল দলকে সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা বয়সভিত্তিক দলে সাফল্য এনে দিতে পেছনে বড় ভূমিকা রেখেছিলেন কোচ গোলাম রাব্বানি ছোটন। তাকে আর নারী ফুটবলের সঙ্গে দেখা যাবে না। বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
চলতি মাসের ৩১ মে পর্যন্ত দায়িত্বে থাকবেন ছোটন।
নারীদের দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য নিশ্চিত করেননি। তবে ফুটবলের সঙ্গেই জড়িত থাকবেন, এমন নিশ্চয়তা দিয়েছেন প্রতিদিনের বাংলাদেশকে। এ নিয়ে তিনি বলেন, ‘কিছু দিন বিশ্রাম নেব, তারপর সিদ্ধান্ত নেব। তবে ফুটবলের সঙ্গেই থাকব। ছোট কোনো ক্লাবকে কোচিং করাব। যদি দল পাই আরকি। ’
তার বদলি কে হবেন, সেটা এখনও জানা যায়নি। তবে গোলাম রাব্বানি ছোটন মনে করেন তার চেয়েও যোগ্য লোক আছেন, ‘এখানে কোচিং করানোর জন্য আমার থেকে আরও যোগ্য লোক আছে। ’
news24bd.tv/aa