ক্যাপ্টেনসি নিয়ে কখনোই আমার ঘুম হারাম হয় না: তামিম ইকবাল

সংগৃহীত ছবি

ক্যাপ্টেনসি নিয়ে কখনোই আমার ঘুম হারাম হয় না: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল। ছাড়িয়ে গেছেন মাশরাফী বিন মোর্ত্তজাকেও। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফীর জয় যেখানে ৫৬.৮১ সেখানে তামিম জিতেছে ৫৮.৩৩ শতাংশ ম্যাচে। ব্যাটে রান না আসলেই তামিমকে নিয়ে সমোলোচনা হয়।

 

তবে তামিম ক্যাপ্টেনসির জন্য ঘুম হারাম হয় না উল্লেখ করে জানান, ক্রিকেট বোর্ড আমাকে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। রান না করলে সমোলোচনা হবে। ১৭ বছর ধরে দেখে আসছি।

এই বয়সে এসে এসব নিয়ে চিন্তা করিনা।  

বিশ্বকাপ ভাবনা নিয়ে তামিম বলেন, আমরা চাইবো এবারে বিশ্বকাপ ট্রফি জিততে। আমরা কেন এখানে যতগুলো দল অংশ নিবে, সবাই শিরোপা জিততে চাইবে। আর আমি পরিকল্পনা করে সব করি না।  

অবসর প্রসঙ্গে তিনি বলেন, আমার শরীর যতদিন ফিট থাকবে ততদিনই খেলবো। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি। অনেকে বলছে এখনই টি-টোয়েন্টি ছাড়ার সময় না। অবসরের সময় মনে করেছি নিয়ে নিয়েছে।

news24bd.tv/aa